দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ এপ্রিল ২০২৪: টিভি দেখায় আসক্ত হয়ে পড়ছে বাড়ির পোষ্যরাও! এমনই তথ্য উঠে এসেছে ব্রিটেনে করা একটি সমীক্ষায়। পোষ্যরা সাধারণত বাড়িতে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকে। তারা যা করে, অনেক সময় সেটাই অনুসরণ করে তারা। তা বলে বাড়ির বাকিদের দেখাদেখি টিভি দেখাতেও আসক্ত হয়ে উঠবে তারা!
ব্রিটেনের ওরসিস্টার বসচে প্রায় হাজার দুয়েক পোষ্যমালিকের সঙ্গে কথা বলে সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়। সমীক্ষায় উঠে আসে, তাঁরা অনেকেই বাড়ি থেকে বেরনোর সময় টিভি অন রেখে বেরিয়ে পড়েন। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, সেই সময় পোষ্য টিভির দিকে তাকিয়ে বসে থাকে। আবার, বাড়িতে টিভি দেখার সময় প্রিয় পোষ্যকে কোলে নিয়েই টিভি দেখেন। ওই সব পোষ্যরা আসক্ত হয়ে পড়ছে টিভির প্রতি। এদের ডাকা হচ্ছে ‘গুগলবক্স পেটস’ নামে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।