দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ জুলাই ২০২৩: পুলিশ জীবনের ২৪টি হাড়হিম করা তদন্তকাহিনী নিয়ে আইপিএস সুখেন্দু হীরার (IPS Sukhendu Hira) বই ‘তদন্তনামা’ প্রকাশিত হল। লোকসংস্কৃতি গবেষক এই পুলিশ আধিকারিকের লেখা এই ২৪টি তদন্ত কাহিনী ইতিমধ্যেই রাজ্যের প্রথম সারির এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেগুলিই এবার বই আকারে সামনে এল।
লেখক বইটি উৎসর্গ করেছেন হাওড়া পুরসভার অস্থায়ী কর্মী সুমন্ত চট্টোপাধ্যায়কে। সুমন্তবাবুর অনুরোধেই প্রথম পুলিশ জীবনের গল্প লেখা শুরু করেন সুখেন্দুবাবু। ২০২২ সালের ৫ মে মাত্র ৪৬ বছরে মারা যান সুমন্তবাবু। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সৌমেন মিত্র বইয়ের মুখবন্ধ লিখেছেন। প্রচ্ছদ এঁকেছেন স্বর্ণাভ বেরা।
বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়ন্ত দে, শান্তনু বসু, দীপ প্রকাশনের সিইও সুকন্যা মন্ডল প্রমুখ। সাহিত্যিক তথা সরকারি আমলা শান্তনুবাবু ও লেখক চাকরির প্রথম জীবনে একসঙ্গে জলপাইগুড়ি জেলায় ছিলেন। প্রসঙ্গত, লেখককে তাঁর লোকসংস্কৃতি বিষয়ক ধারাবাহিক লেখার জন্য ২০২২ সালে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মঙ্গলকোটে ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’ তাঁকে ‘লোচনদাস রত্ন’ সম্মান প্রদান করেছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।