জঙ্গলমহল যাত্রা উৎসব ঘিরে মাতোয়ারা কাঁকসার বিষ্ণুপুর

জঙ্গলমহল যাত্রা উৎসব ঘিরে মাতোয়ারা কাঁকসার বিষ্ণুপুর
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জঙ্গলমহল যাত্রা উৎসব ঘিরে মাতোয়ারা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিষ্ণুপুর। রাজনীতির আশ্রয় নিয়ে, বন্দুকের নলের সাহায্যে, খুন রাহাজানি করে কালো টাকা বাড়াতে চাইছে মহাবীর পাল। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। পরিস্থিতি বদলাতে এলেন মহিলা সৎ পুলিশ অফিসার ‘সিঁদুর’। কুখ্যাত দুষ্কৃতীর কলার ধরে মারলেন চড়। পুলিশ অফিসারের বিয়ের সন্ধ্যায় তাঁকে ধর্ষণ করে বদলা নিল কুখ্যাত দুষ্কৃতীর সাগরেদ ‘শংকর’। যাত্রাপালার এই প্রথম দৃশ্য দেখেই নড়েচড়ে বসলেন দর্শকরা। মঞ্জিল বন্দ্যোপাধ্যায়ের লেখা যাত্রাপালা ‘গোধূলি লগ্নে সিঁদুর চুরি’।

শনিবার রাতে বিষ্ণুপুরে শুরু হয়েছে জঙ্গলমহল যাত্রা উৎসব। ঘন্টা বাজিয়ে যাত্রা উৎসবের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। খলনায়ক মহাবীর পালের ভূমিকায় ছিলেন পিন্টু রায়। খলনায়কের সাগরেদ শংকরের ভূমিকায় ছিলেন দেবাশীষ ঘোষ। শংকরই ছিল এই যাত্রার নায়ক। পরের দৃশ্যতে দেখা যায়, ধর্ষণের অপরাধে গ্রেফতার হয় শংকর। কিন্তু আদালতে দাঁড়িয়ে টাকার জন্য ধর্ষিতা পুলিশ অফিসারের বাবা বলেন তাঁর মেয়েকে সে চেনে না। মুক্তি হয় শংকরের। আবার শুরু হয় চোরাকারবার, মেয়েদের উপর অত্যাচার সহ নানা অবৈধ কাজ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অপরাধমূলক কাজকর্ম করতে গিয়ে ফের পুলিশের নজরে পড়ে শংকর। পালাতে গিয়ে পুলিশের ছোঁড়া গুলি লাগে তার হাতে। শংকরের হাতের চিকিৎসা করায় সিঁদুর। সিঁদুরের প্রেমে পড়ে শংকর। শুরু হয় পরিবর্তন। কুখ্যাত অপরাধীর সাগরেদ ভালো মানুষে পরিণত হয়। শংকর তার গুরু মহাবীর পালের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। সৎ, নিষ্ঠাবান মানুষের ছত্রছায়ায় মূর্খ কালিদাস থেকে মহাকবি কালিদাসের মত খারাপ মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়, সেটাই ছিল এই যাত্রার মূল বিষয়।

মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “২০১১ সালের পর থেকে যাত্রা শিল্পীদের পাশে রয়েছে রাজ্য সরকার। বীণাপাণি ক্লাবের নাট্যগোষ্ঠী যেভাবে নাট্যজগতের সাথে যুক্ত রয়েছে তা অভাবনীয়। আমি আজকের অনুষ্ঠানে শামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যে কোনও সমস্যায় যাত্রা শিল্পীদের পাশে থাকার চেষ্টা করব।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত প্রমুখ। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
জঙ্গলমহল যাত্রা উৎসব ঘিরে মাতোয়ারা কাঁকসার বিষ্ণুপুর
News
জঙ্গলমহল যাত্রা উৎসব ঘিরে মাতোয়ারা কাঁকসার বিষ্ণুপুর
:
কিন্তু আদালতে দাঁড়িয়ে টাকার জন্য ধর্ষিতা পুলিশ অফিসারের বাবা বলেন তাঁর মেয়েকে সে চেনে না। মুক্তি হয় শংকরের। আবার শুরু হয় চোরাকারবার, মেয়েদের উপর অত্যাচার সহ নানা অবৈধ কাজ।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!