দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ মে ২০২৪: ইনস্টাগ্রাম রিল বানাতে ১০০ ফুট উঁচু থেকে জলে ঝাঁপ দিয়ে মৃত ১৮ বছরের কিশোর! মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝাড়খন্ডে (Jharkhand)। আধুনিক প্রজন্ম রিলের প্রতি কতটা আসক্ত, এই দুর্ঘটনা তা ফের প্রমাণ করল। জানা গিয়েছে, মৃত কিশোরের নাম তৌসিফ। সোমবার বিকেলে সে বন্ধুদের সঙ্গে একটি লেকে স্নান করতে যায়।
ইনস্টাগ্রাম রিল (Instagram reel) বানাবার জন্য বন্ধুদের ভিডিও তুলতে বলে ১০০ ফুট উচ্চতা থেকে জলে ঝাঁপ দেয় সে। বন্ধুরা ভিডিও তোলে। কিন্তু তৌসিফ একবার মাথা তোলার পর আর সাঁতরাতে পারেনি। তলিয়ে যায় সে। খবর দেওয়া হয় থানায়। আশপাশের বাসিন্দারাও ছুটে আসেন। শুরু হয় তল্লাশি অভিযান। পরে কিশোরের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।