দুর্গাপুরে ঢুকেই ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করে দিলেন কীর্তি আজাদ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ মঙ্গলবার কর্মসূচী শুরু করলেন শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। এদিন সকালে তিনি ভিড়িঙ্গী কালীবাড়িতে পুজো দেন।

সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগ সাড়েন। তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান। এরপর তিনি যান ডিএসপি টাউনশিপের বিধান ভবনে কর্মী সভায়। 

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কটাক্ষ করে বলেন, “কীর্তি আজাদ বিহার থেকে বাংলায় এসেছেন। বাংলার জন্য কি কীর্তি আছে তাঁর, জানা নেই। লোকসভা নির্বাচনে উড়ে যাবেন কীর্তি আজাদ।’’ সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘দিল্লি ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময় কীর্তি আজাদ দুর্নীতিতে জড়িয়েছিলেন। তাঁকে বহিষ্কার করা হয়। তিনি বিজেপির হয়ে রাজনীতি করতেন। আরএসএসের নিযুক্ত করা প্রার্থী এখন তৃণমূলে এসেছে। সব দুর্নীতিগ্রস্ত নেতার আস্তানা তৃণমূল।”

কীর্তি আজাদ বিজেপির সমালোচনা করে বলেন, ‘‘লোকসভা নির্বাচনে জিততে পারবে না জেনে অমিত শাহকে নিয়ে সিএএ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভ্রান্ত ছড়াতে চাইছেন মানুষের মধ্যে।’’ বিজেপির তোলা বহিরাগত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বি আর আম্বেদকরকে বাংলার মানুষই প্রথম সংসদে পাঠিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ি বিজেপির হয়ে গোয়ালিয়র এবং লখনৌ থেকে জিতে সংসদে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবাই তো তাহলে বহিরাগত!’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!