দুর্গাপুর দর্পণ, ২৭ জুন ২০২৪: মর্মান্তিক দুর্ঘটনা। রাজ্য সড়কে উল্টে গেল ধান বোঝাই লরি। গুরুতর জখম লরি চালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার ডাকবাংলো মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। দ্রুত পুলিশ পৌঁছায় দুর্ঘটনাস্থলে। জখম লরি চালককে উদ্ধার করে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় পুলিশ। পরে সেখান থেকে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে খালাসির কিছু হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।