দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৩: জীবন অনেকাংশেই স্মৃতিমেদুর। প্রত্যেকেরই বিশেষ কিছু স্মৃতি থাকে বিশেষ কিছু ঘটনা, খাবার কোনও বেড়াতে যাওয়ার জায়গা ঘিরে। হঠাৎ সামনে এলেই স্মৃতির পাতা যেন থরে থরে খুলে যায়। লতানো গাছের মত জড়িয়ে থাকে ভালোলাগা। আজ তেমনই হলুদ রসগোল্লা বাড়িতে আসতেই মনটা কেমন হয়ে গেল। ছোটবেলার একটা মজার মুহূর্ত না চাইতেই চলে আসছে একে একে।
গোপালভোগ এই নামেও অনেকের কাছে পরিচিত এই হলুদ রসগোল্লা (Rasgulla)। সেই ছোট্টবেলার কথা। মফঃস্বলের রেল কোয়াটার্সের ক্লাবে ছোট্ট সরস্বতী পুজো। খুব আনন্দের পর যখন বিসর্জন হত, মনটা সেই শীতের বিকেলেই মন খারাপের কুয়াশার চাদরে ঢেকে যেত। প্রতিমা বিসর্জন দিয়ে সবাই মিলে বাড়ি ফিরে আসতাম। রাস্তার পাশের মিষ্টির দোকানে হলুদ রসগোল্লা খাওয়ানো হত। হৈ হৈ করে। ছোট্ট মন তাতেই খুশি। কত খুনশুটি, হৈ হৈ মনটাকে ঘিরে ধরেছে আজ। কারণ আজ সকালে বাড়িতে হলুদ রসগোল্লা এসেছে।
আপনারও যদি এমন কোনও স্মৃতি থাকে অবশ্যই শেয়ার করুন কমেন্টে।