কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু, বিক্ষোভ পান্ডবেশ্বর কোলিয়ারিতে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: ডিউটি করতে করতেই বুকে যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি খনির নিচ থেকে উপরে তুলে চিকিৎসকের কাছে নিয়ে গেলে খনি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বর কোলিয়ারির ঘটনা। মৃত্যুর খবর পেয়ে পৌঁছে যায় পরিবারের লোকজন। কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান খনি কর্মীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খনি সূত্রে জানা গিয়েছে, মৃত খনি কর্মীর নাম শেখ সফিক (৫১)। তিনি বুধবার রাতের শিফটে পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে ডিউটি করতে খনির নিচে নামেন। ডিউটি চলাকালীন হঠাৎ তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে খনির নিচে থেকে উপরে উঠিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বেশ কিছুক্ষণ খনি চত্বরে দেহ রেখে বিক্ষোভ হয়। শেষ পর্যন্ত দুপুর সাড়ে বারোটা নাগাদ ইসিএল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।