সিটি সেন্টারে বাইকে করে এসে ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা, জখম মহিলা

দুর্গাপুর: বাইকে করে এসে ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। জখম মহিলা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সরোজিনী নাইডু পথে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিন দুয়েক আগে সন্ধ্যায় সামনের বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সুস্মিতা মুখার্জি। আচমকা দুই বাইক আরোহী ঝড়ের গতিতে বাইক চালিয়ে এসে তাঁর হাতে থাকা ব্যাগ নিয়ে পালায়। ব্যাগের মধ্যে দামি মোবাইল ও কিছু টাকা ছিল। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয়। জখম হন ওই মহিলা।
পরিবারের অভিযোগ, এরপর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলেও ছিনতাই নয়, চুরির অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেয়। স্থানীয়দের অভিযোগ, পাশেই চতুরঙ্গ মাঠ। সেখানে সন্ধ্যা নামলেই বহিরাগত বাইক বাহিনীর ভিড় বাড়ে। বাইকের বিকট সাইলেন্সরের শব্দ করে এলাকা দাপিয়ে বেড়ায় এই বাইক বাহিনী। এরাই অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ। পুলিশের টহলদারি না থাকায় এদের দৌরাত্ম দিন দিন বাড়ছে। বাইকের সাইলেন্সরের বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক আবাসিকরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুর নগর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে সরোজিনী নাইডু পথ। এই এলাকার প্রাক্তন কাউন্সিলর অনিন্দিতা মুখোপাধ্যায় ডেপুটি মেয়র থেকে মেয়র হয়েছেন। এখন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন। বিরোধীদের অভিযোগ, যদি দুর্গাপুরের হাইপ্রোফাইল এই ওয়ার্ডে আইন শৃঙ্খলার এমন বেহাল অবস্থা হয় তাহলে বাকি ওয়ার্ডগুলির কী অবস্থা সহজেই বোঝা যাচ্ছে। পুলিশকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
