ছোটবেলায় প্রাণ বাঁচিয়েছিল, এবার সবনমের মা হওয়ার স্বপ্নও সফল করল মিশন হাসপাতাল

ছোটবেলায় প্রাণ বাঁচিয়েছিল, এবার সবনমের মা হওয়ার স্বপ্নও সফল করল মিশন হাসপাতাল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাত্র ৯ বছর বয়সে হার্টের জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছিল দুর্গাপুরের মিশন হাসপাতাল। সবনমের নানা প্রতিকূলতা সত্বেও ২১ বছর বয়সে তার মা হওয়ার স্বপ্নও সফল করল সেই মিশন হাসপাতাল-ই। সবনম ও তার পরিবার তাই মিশন হাসপাতালের প্রতি কৃতজ্ঞ।

মালদহের সবনম (নাম পরিবর্তিত) ২০১৩ সালে মিশন হাসপাতালে ভর্তি হয় প্রবল শ্বাসকষ্ট, রক্তাল্পতা, দুর্বলতা নিয়ে। তার বয়সী মেয়েদের তুলনায় সবনমের ওজন ছিল খুব কম। ইকোকার্ডিওগ্রাফি করে তার জন্মগত হৃদরোগের ত্রুটি ধরা পড়ে। দেখা যায়, সবনমের পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস (পিডিএ) (Patent Ductus Arteriosus) রয়েছে অর্থাৎ জন্মের পরেও হৃৎপিণ্ডের মহা ধমনী ও ফুসফুসের ধমনীর মধ্যে সংযোগকারী রক্তনালী খোলা রয়ে গিয়েছে।

মিশন হাসপাতালের চেয়ারম্যান এবং সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাঃ সত্যজিৎ বোস, কার্ডিয়াক সার্জেন ডাঃ শ্রীরূপ চ্যাটার্জী, শিশু কার্ডিয়াক সার্জেন ডাঃ রাজর্ষি ঘোষ এর নেতৃত্বে কার্ডিওভাসকুলার টিম সবনমের অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর ইকোকার্ডিওগ্রাফি করে দেখা যায়, হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিকঠাক রয়েছে। কার্যত সেদিন থেকে সবনমের জীবন অন্য ধারায় বইতে শুরু করে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

সম্প্রতি সবনম ফের মিশন হাসপাতালে আসে। এখন বয়স ২১ বছর এবং সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। ইকোকার্ডিওগ্রাফি করে দেখা যায়, হৃদযন্ত্রের একটি প্রধান ধমনীতে প্রেসার বেড়েছে যা প্রসব এবং প্রসব পরবর্তী সময়ের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে অতীতে করা কার্ডিয়াক সার্জারির জন্য ঝুঁকি আরও বেশি। তাছাড়া কম অক্সিজেন সরবরাহের জন্য ভ্রুণের বৃদ্ধিও যথাযথ হয়নি।

প্রতিকূলতা সত্বেও খুব কম রক্তক্ষরণ এবং কার্ডিয়াক কোনও সমস্যা ছাড়াই নির্ভুল ভাবে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয় সবনমের। সবনম প্রায় ২ কেজি ওজনের একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়। প্রসব এবং প্রসবোত্তর সময়ে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের দায়িত্বে ছিল স্ত্রীরোগ এবং প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ উর্মি সান্যালের নেতৃত্বে মিশন হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ দল। অস্ত্রোপচারের সময় সিনিয়র অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ ঊষা জন সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। অস্ত্রোপচার পরবর্তী সময়ে সবনমের হার্টের অবস্থা কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ দেবার্ঘ্য ধুয়া তত্ত্বাবধান করেন। এছাড়া নার্স, টেকনিশিয়ান সহ সংশ্লিষ্ট সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সফল মা হিসাবে সবনম এরপর হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
ছোটবেলায় প্রাণ বাঁচিয়েছিল, এবার সবনমের মা হওয়ার স্বপ্নও সফল করল মিশন হাসপাতাল
News
ছোটবেলায় প্রাণ বাঁচিয়েছিল, এবার সবনমের মা হওয়ার স্বপ্নও সফল করল মিশন হাসপাতাল
:
নানা প্রতিকূলতা সত্বেও ২১ বছর বয়সে মা হওয়ার স্বপ্নও সফল করল সেই মিশন হাসপাতাল-ই। সবনম ও তার পরিবার তাই মিশন হাসপাতালের প্রতি কৃতজ্ঞ।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!