নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করে মুড়ি ঘুগনি খাওয়ানো হচ্ছে ভোটারদের, অভিযোগ
দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: দুর্গাপুরের ইছাপুর এলাকায় ভোটারদের মুড়ি আর ঘুগনি বিতরণ করছে বিজেপি কর্মীরা। নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, দুর্গাপুরের ইছাপুর এলাকায় এদিন সকালে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ব্যানারের নীচে বিজেপি কর্মীরা ভোটারদের মুড়ি আর ঘুগনি বিতরণ করে। ভোটারদের ডেকে দেওয়া হয় মুড়ি আর ঘুগনি। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করে এভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যদিও তৃণমূলকেও একই কাজ করতে দেখা গেল এদিন।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।