ঝড়ে ভেঙে পড়ল মিউজিক কার্নিভালের গেট, জখম দম্পতি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঝড়ে ভেঙে পড়ল মিউজিক কার্নিভালের গেট। জখম দম্পতি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড়ের ঘটনা। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গেট সরিয়ে রাস্তা ফাঁকা করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বেনাচিতির পাঁচমাথা মোড়ে বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ, বৈদিক চেতনা ফাউন্ডেশন এবং দুর্গাপুর রয়েলস ব্রাদার্সের উদ্যোগে ৮ এপ্রিল চিত্রালয়ের মাঠে অনুষ্ঠিত হয় মিউজিক কার্নিভাল। সেই উপলক্ষে বেনাচিতির পাঁচমাথা মোড়ে একটি গেট করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে দুর্গাপুরে শুরু হয় বৃষ্টি। সেই ঝড়েই গেটটি ভেঙে পড়ে রাস্তার উপর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডিএসপি টাউনশিপের রানা প্রতাপ রোডের এক ব্যক্তি বাইকে করে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। গেট ভেঙে পড়ে তাঁদের উপর। জখম হন স্বামী-স্ত্রী। ওই ব্যাক্তির পিঠে এবং তাঁর স্ত্রীর মাথায় চোট লাগে। সন্তানের তেমন কিছু হয়নি। স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। জখম দুই জনকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী তোতন ঘোষ বলেন, “খুব বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন ওই দম্পতি। মহিলার মাথায় চোট লেগেছে। তাঁর স্বামীর পিঠে চোট লেগেছে। বাচ্চাটার অবশ্য তেমন কিছু হয়নি। আমরা জখম জায়গায় বরফ দিয়ে টোটোতে চাপিয়ে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। রানা প্রতাপ রোডের ৯ নম্বর স্ট্রিটে থাকেন তাঁরা।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
