দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমা হাসপাতালে অতিরিক্ত ১০০ শয্যার ওয়ার্ডের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ কোটি ৪ লক্ষ টাকা ব্যয় করে এই ওয়ার্ড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, বিনামূল্যে সিটি স্ক্যান মেশিনেরও উদ্বোধন করেন তিনি।
হাসপাতালে ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলাশাসক পন্নামবলাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল প্রমুখ।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুর মহকুমা হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। দুর্গাপুর মহকুমা ছাড়াও বাঁকুড়া এবং বীরভূমের কিছু অংশের রোগীরা আসেন এখানে। দীর্ঘদিন ধরে সিটি স্ক্যানের সমস্যা ছিল। এবার সরকারি এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবাও শুরু হবে এই হাসপাতালে।’’ তিনি জানান, ভবিষ্যতে যাতে ট্রমা কেয়ার করা যায় সেই প্রস্তাব রাখবেন রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দুটি বাসেরও উদ্বোধন হয় এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।