দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৪: শিখ আইপিএস অফিসারের বিরুদ্ধে সন্দেশখালিতে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন শিখ সম্প্রদায়ের মানুষজন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি জ্বালিয়ে দেওয়া হয়।
তাঁদের ধর্মে আঘাত করেছে বিজেপি, এই অভিযোগ তুলে টায়ার জ্বেলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শিখ ধর্মের মানুষেরা। তাঁদের এই আন্দোলনকে সমর্থন করেন তৃণমূল নেতৃত্ব। প্রায় ১০ মিনিট ধরে চলে রাস্তা অবরোধ। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, দাবি করেন সেন্ট্রাল কমিটির সভাপতি তেজেন্দর সিং।
তিনি বলেন, সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। তখনই কর্তব্যরত শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংকে খালিস্থানি বলেন বিজেপি নেতৃত্ব। ঘটনার সঙ্গে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী যুক্ত।’’ শিখ ধর্মের মানুষ হয়েও চুপ করে আছেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, এমন অভিযোগ করেন তিনি।
সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া তৃণমূলকে আক্রমণ করে বলেন, “বিজেপির কোনও নেতৃত্ব এই ধরণের মন্তব্য করতে পারেন না। কোনও মূর্খ লোক এমন মন্তব্য করেছে। আর, মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিজেপিকে দোষারোপ করছেন। সন্দেশখালির নির্যাতিত মহিলাদের পাশে থেকে আন্দোলন করছেন শুভেন্দু অধিকারী। তাই তাঁর নামে এমন কুৎসা রটানো হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।