দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ৭ আগস্ট ২০২৪: বুধবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের ভেঙ্গে পড়ল তিনশো বছরের পুরনো বাড়ির একাংশ। ৮৮ নম্বর ওয়ার্ডের ডালপট্টি মোড়, সিএলএম লেন সংলগ্ন জরাজীর্ণ বাড়ির একাংশ এভাবে ধসে পড়ায় আতঙ্কিত স্থানীয়রা। জনবহুল স্থানে অবস্থিত এই বাড়ির বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। বিপজ্জনকভাবে বাড়িতে ২০-২২টি পরিবার থাকে।
তাদের বক্তব্য, আসানসোল পুর নিগমে বিষয়টি বার বার জানিয়েও ফল হয়নি। বাড়ির মালিক হিসেবে দাবি করা একজন জানান, ভাড়াটিয়াদের বার বার বলার পরেও তাঁরা বাড়ি ছেড়ে যাচ্ছেন না। কয়েকজন চলে গিয়েছিলেন। কিন্তু ফের নতুন করে লোকজন ঢুকিয়ে দিয়েছে অসাধু চক্র।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ওই বাড়িতে বসবাসকারী এক বাসিন্দা দাবি করেন, প্রকৃত বাড়ির মালিক কে সে সম্পর্কে তাঁদের ধারণা নেই। তাই বাড়ি ছেড়ে যাবেন না। এটা ট্রাস্টের সম্পত্তি। যদিও বাড়ির মালিক কাগজপত্র দেখিয়ে দাবি করেছেন, বাড়িটি তাঁদের। স্থানীয়রা জানান, যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।ভাড়াটিয়াদের দাবি, তাঁদের অসহায় অবস্থা। তাই ওই বাড়িতে রয়েছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুর নিগম। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।