অন্ডাল মোড়ের ভাড়া বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ

দুর্গাপুর: অন্ডাল মোড়ের ভাড়া বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ। মৃত বৃদ্ধের নাম মদন রাম (৬৭)। অবসরপ্রাপ্ত রেল কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদনবাবু বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে খবর দেন পাড়ার অন্যান্যদের। শোরগোল পড়ে যায় এলাকায়। পাড়ার লোকজন এবং অন্ডাল থানার পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে দেখে পচা গলা অবস্থায় বাড়ির মধ্যে পড়ে রয়েছে ওই বৃদ্ধের দেহ। তবে কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রতিবেশীদের দাবি, সম্ভবত তিন চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। হৃদরোগ জনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ওই বৃদ্ধের মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের ভেতর থেকে ২ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
