বিদবিহারে রাতের অন্ধকারে মোরাম পাচার রুখলেন পঞ্চায়েত সদস্য

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাতের অন্ধকারে সরকারি সেচনালা কেটে মোরাম পাচার চলছিল। রুখে দিলেন পঞ্চায়েত সদস্য। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুরের ঘটনা। পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধরের অভিযোগ, চাষের জন্য যে সরকারি সেচনালা ব্যবহার করা হয় সেই সেচনালা রাতের অন্ধকারে কাটা হচ্ছিল। জেসিবি’র মাধ্যমে মোরাম ট্রাক্টরে ভরে পাচার করা হচ্ছিল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তিনি বলেন, আমরা খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছাই। জানতে পারি, দীনেশ বিশ্বাস নামে এলাকারই একজন মোরাম বিক্রি করছিল। সেই মোরাম যাচ্ছিল অজয় নদের ব্রিজের রাস্তার কাজে। তবে, পঞ্চায়েতের কাছে অনুমতি নেওয়া হয়নি। তাই আমরা আটকে দিয়েছি।” ব্রিজের রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সুপারভাইজার গুবলো নাগ বলেন, “দীনেশ মোরাম বিক্রি করছিল। তাই আমরা কিনছিলাম। আমরা আগে জানলে অবশ্যই পঞ্চায়েতকে জানাতাম।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
