সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১০ আগস্ট ২০২৪: জনস্বাস্থ্য কারিগরি দফতর গ্রামে পাইপলাইন বসিয়েছে। কিন্তু দুই বছর পরেও জল আসেনি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের রাজহাটে। পানীয় জলের সমস্যায় জেরবার বাসিন্দারা।
রাজহাট এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতর তরফ থেকে জলের ট্যাঙ্ক বসানো হয়। দশটির বেশি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান এলাকাবাসী। জল সরবরাহের জন্য পাইপ লাইনও বসানো হয়। দু’বছর পেরিয়েছে। কিন্তু পরিশ্রুত পানীয় জল আজও মেলেনি বলে অভিযোগ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দ্রুত পানীয় জল সরবরাহ চালু করা না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। এলাকাবাসী পার্থ লোহার অভিযোগ করেন, এক বছর আগে বসানো হয়েছিল পাইপলাইন ও কল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যেই পৌঁছাবে পরিশ্রুত পানীয় জল। কিন্তু আজও সেই জল মেলেনি। সেইসব কল এখন ভেঙে পড়ছে। পাইপ লাইন বসানোর জন্য এলাকার ঢালাই রাস্তা ভেঙে গর্ত করা হয়েছিল। সেই রাস্তাও মেরামতি হয়নি। ফলে যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।
বাসিন্দারা জানান, একাধিকবার পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা মিলছে না। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, “জল ট্যাঙ্কের ও পাইপলাইনের কাজ পুরোপুরি শেষ হয়নি এখনও। খুব তাড়াতাড়ি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।