বাংলার কোথায় রয়েছে ডাইনোসরের জীবাশ্ম, জানেন?

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি ২০২৪: পুরুলিয়ায় (Purulia) ঝালদা ২ নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের তাহেরবেড়া গ্রাম সংলগ্ন মাড়ামু মৌজায় অবস্থিত অস্থি পাহাড়ে রয়েছে ডাইনোসরের পশ্চাৎ অংশের জীবাশ্ম! আনন্দমার্গীরা এই দাবি প্রথম তুলেছিলেন ১৯৮০ সালে।

গত বছরের মাঝামাঝি রাজস্থানের জয়সলমেরে থর মরুভূমিতে ডাইনোসরের জীবাশ্ম আবিস্কার করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবার পুরুলিয়ার জীবাশ্ম নিয়েও শুরু হল তৎপরতা। জঙ্গল ঘেরা দুর্গম অস্থি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু জীবাশ্ম। আনন্দমার্গীদের তরফে বিভিন্ন বইয়ে এ’বিষয়ে বিস্তারিত লিপিবদ্ধ করা হয়েছে।

অস্থি পাহাড়ের জীবাশ্ম নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ‌্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড প্রাথমিকভাবে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের ভূতাত্বিকদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। পাঠানো হয়েছে বহু ছবি। অনুসন্ধানের মাধ্যমে হয়তো ভবিষ্যতে বাংলাতেই ডাইনোসরের অস্তিত্বের বিজ্ঞানভিত্তিক প্রমাণ প্রতিষ্ঠিত হবে। (ছবি-ফেসবুক)। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!