
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগের বিরুদ্ধে সরব হলেন অনেকে। তাঁরা ওয়ারিয়া ফাঁড়িতে গিয়ে তাঁর হয়ে স্মারকলিপি দেন সোমবার। প্রসঙ্গত, প্রভাত চট্টোপাধ্যায় এখন চিকিৎসার জন্য চেন্নাইয়ে রয়েছেন।
দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে আমরাইয়ের শেখ লোকমান। সে দাবি করেন, ডিএসপির কোকওভেন বিভাগের ঠিকা কর্মী ছিল। ৬ মাস আগে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। কাজ ফিরে পেতে সে প্রভাত চট্টোপাধ্যায়ের কাছে যায়। সে তাঁকে দেড় লক্ষ টাকা দেয়। কিন্তু কাজ ফিরে পায়নি।
এরপরেই সে দুর্গাপুর থানায় প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করে। প্রভাত চট্টোপাধ্যায় জানান, ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ এনে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সোমবার ঘটনার সঠিক তদন্ত দাবি করে পাল্টা ওয়ারিয়া ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করেন প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শেখ আমিনুর রহমানের দাবি, “কাজে গাফিলতির জন্য ডিএসপি কর্তৃপক্ষ লোকমানকে সাসপেন্ড করে। তারপরেই লোকমান প্রভাত চট্টোপাধ্যায়ের কাছে আসে। বিষয়টি জানায়। তিনি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। ম্যানেজমেন্ট আশ্বাস দেন। তারই মধ্যে লোকমান থানায় অভিযোগ করে। সুপরিকল্পিতভাবেই এই চক্রান্ত করা হয়েছে। আমরা সঠিক তদন্তের জন্য ওয়ারিয়া ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করেছি।”
দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অবশ্য বলেন, “বিজেপি এর আগেও বহুবার অভিযোগ করেছে, কীভাবে টাকা দিয়ে দুর্গাপুরের বিভিন্ন শিল্প কারখায়া চাকরি দেয় শাসকদলের একাংশ। আজ সেটাই প্রমাণিত হল। সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে কতজন নেতা এর সঙ্গে জড়িত এবং কীভাবে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
