দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ এপ্রিল ২০২৪: নদীয়ার মহারাজ ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। তিনি ছিলেন বিদ্বান, সংস্কৃত, ফার্সি ভাষায় শিক্ষিত। সংগীত প্রেমী একজন গুণিব্যক্তি। তাঁর উৎসাহেই রচিত হয়েছে অন্নদামঙ্গল কাব্য। তাঁর রাজ সভায় ছিলেন ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, গোপাল ভাঁড়ের মত গুণি ব্যাক্তিরা। কৃষ্ণনগরের জগদ্বিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত তাঁর সময়ে তাঁরই উদ্যোগে। বাংলায় জগদ্ধাত্রী পুজো ও নবদ্বীপের শাক্তরাস তিনি প্রচলন করেন। নদীয়ার রাজ পরিবারের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে পরিগণিত হন রাজা কৃষ্ণচন্দ্র রায়। এই পরিবার শিক্ষায়, সংস্কৃতি, আর্থিক দিক থেকেও ভারতবর্ষে নিজের জায়গা করে নিয়েছিল সেই সময়।
এই পরিবারের ইতিহাস নিয়ে সকলের আগ্রহ। এই পরিবারের রান্না হোক বা জগদ্ধাত্রি পুজোই। এই রাজ পরিবার নিয়ে বাঙালিদের আগ্রহ রয়েই গেছে। সদস্যদের বর্তমান সম্পত্তির পরিমাণ ঠিক কত টা? তাঁর আগ্রহ আপামোর বাঙালির। এবার সামনে এল রাজ পরিবারের সম্পত্তির পরিমাণ। রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোতে দেখা যায় বর্তমান রানিমাকে। তিনি কখনও পুজোর কাজে হাত লাগান, কখনও আবার প্রসাদ বিতরণ করেন। কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে সকলে ‘রানিমা’ বলেই সম্বোধন করে থাকেন । সেই রাণিমা এবার যোগ দিয়েছেন বিজেপি-তে। কৃষ্ণনগর লোকসভার তিনি প্রার্থী।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
হলফনামা থেকে জানা গেল রানিমার সম্পত্তির পরিমাণ। অমৃতা রায়ের আয় খুবই সামান্য। ২০২৩-২০২৪ অর্থবর্ষে তিনি আয় করেছেন ২৯ হাজার ৫০০ টাকা। এই অর্থবর্ষে তাঁর স্বামীর আয় ২ লাখ ৯১ হাজার ৯৩৪ টাকা। রানিমার হাতে নগদ অর্থ রয়েছে ৫০ হাজার এবং তাঁর স্বামীর হাতে নগদ রয়েছে ৮৫ হাজার টাকা। অমৃতা রায়ের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ৭ লাখ ৩ হাজার ৭৪৫.৬৭ টাকা। রানিমার কাছে ৪৫ গ্রাম সোনার গয়না রয়েছে, যার বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার। তাঁর স্বামীর কাছে সোনা রয়েছে ৩০ গ্রাম, যার বাজারমূল্য ২ লাখ ১০ হাজার। এই সোনার পরিমাণ জানা গিয়েছে হলফনামা থেকেই। কিন্তু রানিমার স্বামীর নামে নদিয়ায় ১৯টি প্লট রয়েছে। কলকাতায় রয়েছে ১.৩২ একর জমি। যার বাজারমূল্য ২৩৪ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৬২৭ টাকা। কৃষ্ণনগরের রাজবাড়ির মূল্য বর্তমানে দেওয়া হয়েছে ৩১৯ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৬৭০ টাকা। সবমিলিয়ে অমৃতাদেবীর স্বামীর সম্পদের অঙ্কটা ৫৫০ কোটি। যতই হোক রাজা বলে কথা। তবে হলফনামা অনুযায়ী রানিমার সম্পত্তি যৎসামান্যই।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।