রক্ত সঞ্চালন বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজিত হল দুর্গাপুরের কলেজে

রক্ত সঞ্চালন বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজিত হল দুর্গাপুরের কলেজে
WhatsApp Group Join Now

দুর্গাপুর, ২৮ এপ্রিল ২০২৪: শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses এর Medical Lab Technology বিভাগ গত ২৫ এপ্রিল আয়োজন করেছিল একদিনের ‘Current trends in Blood Transfusion Service’ শীর্ষক সেমিনার। উদ্বোধনী বক্তব্যে বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করে সেমিনারের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ রাজীব রায়।

সেমিনারের প্রধান বক্তা ছিলেন কলকাতার  Kothari Medical Centre Blood Centre এর প্রতিষ্ঠাতা ডঃ কিশলয় বিকাশ মুখার্জি। তাঁকে সংবর্ধনা দেন অধ্যক্ষ। ডঃ কিশলয় বিকাশ মুখার্জি বিভিন্ন বিরল রক্তের গ্রুপিং এবং রক্ত ​​​​সঞ্চালনের বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি রক্ত ​​সঞ্চালনের সাম্প্রতিক অগ্রগতির কথা বলতে গিয়ে gel techniques, apheresis প্রভৃতি বিষয়ের উল্লেখ করেন।

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সেমিনারে তিনি পড়ুয়াদের ছাত্রদের পাশাপাশি ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গেও এ’বিষয়ে মত বিনিময় করেন। সবশেষে ধন্য়বাদ জ্ঞাপক বক্তব্য রাখেন কলেজের Medical Lab Technology বিভাগের স্নাতক স্তরের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহিনী গঙ্গোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!