চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, উত্তাল শোভাপুরের বেসরকারি হাসপাতাল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে শনিবার রাতে প্রসূতির পরিজনেরা ব্যাপক বিক্ষোভ দেখালেন শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেন গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে গিয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃতা প্রসূতির নাম ইসরাত জাহান (২৮)। বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, ২০ সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান। ২১ সেপ্টেম্বর সার্জারি করে সন্তান প্রসব হয়। অভিযোগ, সার্জারি করার সময় ডাক্তারের ভুলে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রস্রাব বন্ধ হওয়া সহ অন্যান্য অসুবিধা শুরু হয়। শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ইসরাতের মৃত্যু হয়েছে। এরপরেই পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে দেন। রাতভর বিক্ষোভ চলার পরে, দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরে, ভোরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

মৃতার দাদা ফিরোজ আলি অভিযোগ করে বলেন, “জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হয়েছে। অস্ত্রোপচারের ভুলে বোনের মৃত্যু হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দোষ ঢাকতে বলেন, কিডনি ফেল হয়েছে, সুগার-প্রেসার বেড়ে গিয়েছে। হেঁটে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বোন। তাকে ভুল চিকিৎসা করে মেরে ফেলল। আমরা তদন্ত চাইছি। সুরাহা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” অভিযোগ অস্বীকার করে হাসপাতালের সিইও সুপর্ণা সেনগুপ্ত বলেন, আগের থেকেই নানান সমস্যা ছিল। সেই জন্য অস্ত্রোপচারের পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রসূতির। সেই কারণেই মৃত্যু। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

 

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, উত্তাল শোভাপুরের বেসরকারি হাসপাতাল
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, উত্তাল শোভাপুরের বেসরকারি হাসপাতাল
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে শনিবার রাতে প্রসূতির পরিজনেরা ব্যাপক বিক্ষোভ দেখালেন শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেন গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে গিয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।
Published By
DURGAPUR DARPAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!