কলকাতার রবীন্দ্রসদনে বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীতের জমজমাট আসর

কলকাতার রবীন্দ্রসদনে বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীতের জমজমাট আসর
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতার রবীন্দ্রসদনে বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীতের জমজমাট আসর বসেছিল ৯ জুন সন্ধ্যায়। অনন্য মিউজিক এই অনুষ্ঠানের উদ্যোক্তা। পরিবেশিত গানগুলির সঙ্গে সাজুয্য রেখে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল, ‘বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা’। সুমন পান্থি, দেবশ্রী বিশ্বাস, দেবজিৎ দত্ত, ড: অনন্যব্রত দাস, ঋতুকণা ভৌমিক, অঞ্জলি গাঙ্গুলী, অরুন্ধতী চট্টোপাধ্যায়, স্মৃতি ভট্টাচার্য, ড: অসীম ঘোষ সহ মোট ১৯ জন সঙ্গীত শিল্পী বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ড: শতানিক ভট্টাচার্য, ড: দেবলীনা দত্ত এবং অর্পিতা বন্দ্যোপাধ্যায়। সমবেত রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন রবিকিরণ, বাতায়নিক ও গান ঘর এর শিল্পীরা। যন্ত্রসঙ্গীতে সহযোগিতায় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, গৌতম চৌধুরী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
কলকাতার রবীন্দ্রসদনে বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীতের জমজমাট আসর
News
কলকাতার রবীন্দ্রসদনে বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীতের জমজমাট আসর
:
কলকাতার রবীন্দ্রসদনে বর্ষা ঋতু কেন্দ্রিক রবীন্দ্রসঙ্গীতের জমজমাট আসর বসেছিল ৯ জুন সন্ধ্যায়। অনন্য মিউজিক এই অনুষ্ঠানের উদ্যোক্তা।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!