দুর্গাপুর, ৮ মে ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বুধবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
সকালে এডিসন রোডের মেজর পার্কে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পান্ডবেশ্বরের বাঁকোলা কোলিয়ারির সুভাষ কলোনিতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকাবাসী তথা সমাজকর্মী বাসুদেব গঙ্গোপাধ্যায় জানান, পাড়ার খুদেরা নানা অনুষ্ঠান পরিবেশন করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিকালে ঢাকের বাদ্য, আদিবাসী নৃত্য ও বাউলের সুরে ডিএসপি টাউনশিপে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় হুডখোলা গাড়িতে করে অংশ নেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুর হাউস থেকে শোভাযাত্রা বের হয়ে শেষ হয় মার্কনি দুর্গাপুজো কমিটির মাঠে। বেনাচিতিতে জনান্তিক সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার তরফে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।