ভিড় এড়াতে রাঢ়েশ্বর শিবমন্দিরে অভিনব পন্থায় শিবলিঙ্গের মাথায় জল ঢালার ব্যবস্থা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য মন্দিরে মন্দিরে লম্বা লাইন পড়ে। ভিড় এড়াতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দিরে অভিনব পন্থায় শিবলিঙ্গের মাথায় জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবমন্দির স্থাপন করে। অলৌকিক সেই মন্দিরে বাঁকে করে জল ঢালার জন্য উপচে পড়ে ভিড় শ্রাবণ মাসের সোমবারগুলিতে। ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় বলে অনেকেই বিশ্বাস করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ভোর থেকে কেউ অজয় নদ থেকে কেউ দামোদর নদ থেকে বাঁকে করে কলসির মাধ্যমে জল এনেছেন। তারপরেই রাঢ়েশ্বর শিব মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় ঢালছেন। ভিড় এড়াতে গর্ভগৃহের বাইরে একটি পাত্রে ঢালা হচ্ছে জল। সেই জল পাইপ লাইনের মাধ্যমে গিয়ে পড়ছে শিবলিঙ্গের মাথায়। কয়েক হাজার মানুষের সমাগম সকাল থেকেই। নজরদারি চালাচ্ছে কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। পায়েল ঘোষ নামের এক দর্শণার্থী বলেন, “আমি সকাল ন’টা থেকে দাঁড়িয়ে আছি। যা ভিড় হয়েছে মনে হচ্ছে দুপুর গড়িয়ে যাবে পুজো দিতে। তবে মহাদেবের পূজো দিতে একটু অপেক্ষা তো করতেই হবে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

