রেলের বিক্ষোভে তৃণমূলের প্রাক্তন বিধায়কের পাশে হাজির সিপিএম নেতা! জল্পনা তুঙ্গে দুর্গাপুরে

দুর্গাপুর: দুর্গাপুরে রেলের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার কান্ড। বৃহস্পতিবার সকাল থেকে আম্বেদকর কলোনি সহ আশপাশের এলাকায় বুলডোজার নিয়ে গিয়ে রেল উচ্ছেদ অভিযান শুরু করে। একটি বাড়ি ভাঙা শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পৌঁছে যান প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। শেষ পর্যন্ত বিক্ষোভের জেরে ফিরে যান রেলের আধিকারিকেরা। এর ফলে রেলের ফ্রেট করিডর নির্মাণের কাজ ব্যহত হতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিকে, এদিন বিশ্বনাথ পাড়িয়ালের পাশে হাজির থাকতে দেখা গিয়েছে সিপিএমের এরিয়া কমিটির সদস্য দিব্যেন্দু দাসকে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে শহরে। সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার মাস কয়েক আগে অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেন। এবার দলের এরিয়া কমিটির এক সদস্যকে তৃণমূলের বিধায়কের পাশে দেখা গেল বুধবার। সিপিএমের নীচুতলা কী ক্রমশ তৃণমূলমুখী হয়ে উঠছে? নতুন করে জল্পনা শুরু হয়েছে দুর্গাপুরের রাজনৈতিক মহলে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
