তপোবন সিটিতে তুমুল বিক্ষোভ আবাসিকদের, আবাসন কর্তৃপক্ষের অফিসে তালা

দুর্গাপুর: বৃহস্পতিবার কাঁকসার তপোবন সিটি হাউসিংয়ে বহুতলের ৫ তলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হন এক সেনা জওয়ান। তারপরেও রক্ষণাবেক্ষণ নিয়ে কোনও হেলদোল নেই আবাসন কর্তৃপক্ষের। শুক্রবার সকালে সেই অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আবাসিকরা। তালা লাগিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবাসিকরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে তপোবন সিটি আবাসনের ৫৮ নম্বর টাওয়ারের পাঁচ তলা থেকে নিচে নামার জন্য লিফটে চাপেন সেনা জওয়ান কৃশানু বন্দ্যোপাধ্যায়। লিফট ছিঁড়ে নীচে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় কৃশানুবাবুকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে। তারপরেই আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে সরব হন আবাসিকরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শুক্রবার সকালে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন আবাসিকরা। আবাসন কর্তৃপক্ষের সঙ্গে আবাসিকদের বচসা শুরু হয়। পরে আবাসিকরা আবাসন কর্তৃপক্ষকে অফিস থেকে বের করে অফিসে তালা ঝুলিয়ে দেন। তেতে ওঠে এলাকা। দেবাশীষ রায় নামে এক আবাসিক বলেন, “প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমাদের নিরাপত্তা নেই। চরম আতঙ্কের মধ্যে রয়েছি। কোনও ব্যবস্থা নেয় না আবাসন কর্তৃপক্ষ। এজন্যই এত বড় দুর্ঘটনার কবলে পড়তে হল কৃশানুবাবুকে। দ্রুত ব্যবস্থা না নিলে এখানে আর কোনও ফ্ল্যাট নির্মাণ করতে দেব না।” যদিও, প্রজেক্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তী বলেন, “উনারা হয়তো কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন। আমাদের কাছে সেই সব কিছু জানানো হয়নি। তবে ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে। রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
