দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ট্রাকের ধাক্কায় মৃত্যু হকারের। ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মায়াবাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাখাল পান্ডে (৪০)। বাড়ি মায়াবাজার এলাকাতেই। শনিবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই বেপরোয়া গতিতে আসা একটি ১৬ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। চালক সহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে দেহ নিয়ে মায়াবাজার রেলগেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মৃত যুবকের দিদি মালক পাল বলেন, “আমার ভাইয়ের জীবন চলে গেল। ট্রাক মালিক মাত্র ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চাইছে। এই সামান্য টাকায় কী হবে, ভাইয়ের স্ত্রী রয়েছে, দুই সন্তান রয়েছে। তাদের চলবে কী করে। ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। চালকের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।” শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে প্রায় দু’ঘণ্টা পরে অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।