দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জুলাই ২০২৩: ভয় ধরাচ্ছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পলাশডিহা। শুক্রবার সেখানকার ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। এর আগে সুডার তরফে ঘুরে গিয়েছে প্রতিনিধি দল। ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় বৃহস্পতিবার নতুন করে আরও ২জনের দেহে ডেঙ্গুর জীবানু পাওয়া যায়। এদিন পর্যন্ত মোট ৫৯ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
দেখুন ভিডিও
পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। তিনি এদিন এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, কেউ জ্বরে আক্রান্ত হলেই রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হলে অন্য কোনও সমস্যা না হলে এক সপ্তাহ ধরে সাধারণত বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। তিনি বলেন, বাড়ি বাড়ি ঢুকে লার্ভা মারা তো সম্ভব নয়। পুরসভা, প্রশাসন, স্বাস্থ্য দফতর সব রকম ব্যবস্থা নিয়েছে। সবাইকেই সচেতন হতে হবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।