সনাতন গড়াই, কাঁকসা: ব্যতিক্রমী এক দুর্গাপুজো দেখতে গেলে আপনাকে যেতে হবে কাঁকসার হরিকি গ্রামে। নিজেই দুর্গা মূর্তি গড়ে নিজের মন্ত্রে পুজো করেন সেখানকার এক আদিবাসী যুবক। তিনি জানিয়েছেন, অষ্টমীর রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে পাঁচ বছর আগে নিজের হাতে গড়েছিলেন মূর্তি। নিজের মন্ত্রেই পুজো শুরু করেছিলেন। আজও মূর্তি গড়ার দিন থেকেই ভক্তি, নিষ্ঠা আর শ্রদ্ধার সাথে দেবীর গান, হরিনাম সংকীর্তন আর নিজের মন্ত্র উচ্চারণ করে দেবীর আরাধনা করেন তিনি।
পাঁচ বছর আগে খেলার ছলে মূর্তি গড়েছিলেন কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের হরিকির আদিবাসী যুবক রবীন্দ্রনাথ হাঁসদা। অষ্টমীর রাতে তিনি দেবীর স্বপ্নাদেশ পান জাঁকজমক করে পুজো শুরু করার। আদিবাসী পরিবারের দাবি, তারপর পুরোহিত পুজো করতে বসলে পুরোহিতের উপর ভর করেন দেবী। সেই ভয়ে পুরোহিত চলে যান। তারপর নিজের মন্ত্রেই পুজো শুরু করেন রবীন্দ্রনাথ। তাতে দেবী সন্তুষ্ট হন। পরিবারের আরও দাবি, একসময় পরিবারের কর্তা বলাই হাঁসদাকে সিংহ রূপে দেখা দিয়েছিলেন মা। আবার একসময় পরিবারের মহিলার উপর অশুভ শক্তিও ভর করেছিল। ভবতারিণী রূপে দেখা দিয়ে সেই অশুভ শক্তির বিনাশ করেছিলেন মা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রবীন্দ্রনাথ বলেন, “আমরা মায়ের মূর্তি গড়ার আগে পুজো করি। হরিনাম আর মায়ের গান গাই। মা যেদিন থেকে বাড়িতে এসেছেন, সেদিন থেকে দুঃখ কষ্ট সব দুর হয়েছে। চারদিন ধরে পুজো করি আমি, আমার দাদা, দিদি আর বাবা। বহু মানুষ আসেন পুজো দেখতে। সুখ সমৃদ্ধিতে ভরেছে পরিবার।” বলাই হাঁসদা বলেন, “কোনও মন্ত্র নেই। মায়ের নির্দেশে আমরা নিজেরাই পুজো করি।অগাধ আস্থা আর মনের ভক্তি ভরে পুজো দেওয়া হলে মা মনের ইচ্ছা পূরণ করেন।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)