দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ অক্টোবর ২০২৩: বিশাল বিশাল রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ তৈরি হচ্ছে মাঠ জুড়ে। দশমীর সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের চিত্রালয়ের মাঠ সেজে উঠছে। রাবণ দহন দেখতে বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। তার আগে দশানন রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদ তৈরি করা হচ্ছে।
এরপর সেই সব মূর্তিতে বাজি বাঁধা হবে। তারপরেই হবে দহন। আগাম তৎপরতা নজরে এসেছে সিআইএসএফের তরফে। সাংসদ এবং মন্ত্রীদের উপস্থিতিতে হবে এই রাবণ দহন অনুষ্ঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now