দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ অক্টোবর ২০২৩: দশমীর বিদায় বেলায় নয়, সপ্তমীতে সিঁদুর খেলার মাধ্যমে হয় মায়ের বরণ! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গোপালমাঠের রায় পরিবারে সপ্তমীর সকালে কলা বৌ স্নান করিয়ে নিয়ে এসে রীতি মেনে সপ্তমীতেই হয় সিঁদুর খেলা। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রায় পরিবারের পুজো।
সেই সময় জমিদারি আমলে অষ্টমীর সন্ধিক্ষণে বন্দুক থেকে শূন্যে গুলি ছোড়া হতো। ছাগ বলি নয়, এই পুজোয় প্রায় তিন কেজি মন্ডা বলি দেওয়া হয়। রায় বাড়ির এই পুজো শুরু হয় বিন্দুগিরি রায়, তৎকালীন গোপালমাঠের জগুরবাধ অঞ্চলের জমিদারের হাত ধরে। তখন মাটির ঘরেই পুজো হতো।
বৈষ্ণব মতে পুজো হয় দুর্গাপুরের গোপালমাঠের রায় পরিবারের পুজো। আজও সেই ধারা মেনে দশমীর বদলে সপ্তমীতেই সিঁদুর খেলা হয়। মা উমার আগমনী বার্তায় মেতে ওঠে পরিবারের সদস্যরা। পুজো চারদিন দেদার আনন্দে মেতে ওঠে প্রতিবারের সদস্যরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।