দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ অক্টোবর ২০২৩: উত্তরপ্রদেশের ধাঁচে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে বুলডোজার নিয়ে বের হল রামনবমীর শোভাযাত্রা। তারপর? এদিন রামনবমীর শোভাযাত্রা বের করে মেনগেটের জনকল্যাণ সমিতি। শোভাযাত্রার প্রথমেই ছিল বুলডোজার। কিন্তু সেই বুলডোজার আটকে দিল দুর্গাপুর থানার পুলিশ।প্রতি বছরের মত এবছরও মেনগেটের জনকল্যাণ সমিতি রামনবমীর শোভাযাত্রা বের করে। সেই শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় বিজেপি কর্মীরাও। বুলডোজার নিয়ে শোভাযাত্রা বের হচ্ছে, খবর পেয়েই সেখানে পুলিশ পৌঁছে বুলডোজার আটকে দেয়।বুলডোজার সরিয়ে আবার শুরু হয় শোভাযাত্রা। চলে বিভিন্ন অনুষ্ঠান। কয়েকশো মানুষের সমাগম ছিল এই শোভাযাত্রায়।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now