ব্যাডমিন্টনে পূর্বাঞ্চল জোনে চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জুলাই ২০২৪: ব্যাডমিন্টনে পূর্বাঞ্চল জোনে চ্যাম্পিয়ন হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুল। পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির আইসিএসসি স্কুলের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুল চ্যাম্পিয়ন হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পেল। স্কুলটির ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম এত বড় সাফল্য।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এই স্কুলের অনূর্ধ্ব ১৪ ষষ্ঠ শ্রেণীর স্নেহাশীষ মজুমদার এবং সপ্তম শ্রেণীর অধিরাজ মন্ডলের টিম কালিম্পংয়ে এই প্রতিযোগিতায় কলকাতার লা মার্টিনিয়ার বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে ২৮ টি স্কুলের ৩১০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। সেন্ট জেভিয়ার্স স্কুলের অধ্যক্ষ জেনিথ উইলিয়াম বলেন, “আগামী ১৬-১৮ আগস্ট কর্নাটকের তুমকুরে জাতীয় স্তরে যে প্রতিযোগিতাটি হবে তাতে আমাদের দল অংশ নেবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।