দুর্গাপুরের মুচিপাড়ায় তালাবন্ধ রইল সুফল বাংলার স্টল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: উদ্বোধনের কয়েক ঘন্টা পরেই প্রশ্নচিহ্নের মুখে সুফল বাংলা স্টল। আনাজের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে রাজ্য জুড়ে বাজারে বাজারে শুরু হয়েছে অভিযান। টাস্ক ফোর্স বিক্রেতাদের নানা ভাবে সতর্ক করছে। তার পরেও পরিস্থিতি তেমন বদলাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। এই পরিস্থিতিতে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে সুফল বাংলার স্টলের উদ্বোধন করা হয়। যেখান থেকে নায্য মূল্যে ক্রেতারা আনাজ কিনতে পারবেন। অভিযোগ, কিছুক্ষণ পরে সেই স্টল বন্ধ হয়ে যায়। সারাদিন আর খোলেনি। আনাজ কিনতে এসে ফিরে যান ক্রেতারা। তবে রবিবার সকালে খোলা হয় স্টল।
রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন নতুন সুফল বাংলা স্টল খোলা হচ্ছে। দুর্গাপুরের মুচিপাড়াতেও শনিবার সকালে তেমন একটি স্টলের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব ও পুর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ কৃষি বিপনন দফতরের সংশিষ্ট দফতরের আধিকারিকেরা। আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হয় স্টল থেকে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ক্রেতাদের অভিযোগ, উদ্বোধনের কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায় স্টল। স্টল চালানোর দায়িত্বে থাকা স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা জানিয়ে দেন, উদ্বোধনের সময় তাঁদের ডাকা হয়েছিল। কিন্তু পরে কী ভাবে স্টল চলবে সে বিষয়ে তাঁদের কিছু বলা হয়নি। তাঁরা জানান, নিয়ম মতো মান্ডিতে গিয়ে ঝাড়াই বাছাই করে নিজেদের টাকায় আনাজ কিনতে হবে। তারপরে সেই আনাজ স্টলে এনে বিক্রি করতে হবে। গোষ্ঠীর হাতে আনাজ কেনার মতো যথেষ্ট টাকা নেই বলে গোষ্ঠীর তরফে দাবি করা হয়। এই পরিস্থিতিতে সুফল বাংলা স্টল কী ভাবে নিয়মিত চালু থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ক্রেতারা। পুরসভার তরফে জানানো হয়েছে, অন্য একটি গোষ্ঠীকে দায়িত্ব দিয়ে সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।