অপারেশন সিঁদুর, দুর্গাপুরে আলতা, সিঁদুর, মিষ্টি বিতরণ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে দিল পাকিস্তানের জঙ্গিদের ডেরা। আলতা, সিঁদুর আর মিষ্টি বিতরণ করে সঙ্গে ব্যান্ড পার্টি নিয়ে উল্লাসে মাতল দুর্গাপুরের বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ। চন্ডীদাস বাজারে গাড়ির চালকদের এবং পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হল।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, সুমন্ত মন্ডল উপস্থিত ছিলেন। এসবি মোড়ে বিজয় উল্লাসে মাতে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ। জাতীয় পতাকা নিয়ে এলাকা জুড়ে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়। পুজো দেওয়া হয় পঞ্চমুখী বালাজি ধামে। ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

