দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে লালা লাজপত রায় রোড এলাকায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাজন সুইমিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় ক্লাবের সদস্যরাই এই সাঁতার প্রতিযোগিতায় যোগ দেন। প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশ নেন বিভিন্ন বিভাগে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
রবিবার সকাল থেকে চরম উৎসাহের সঙ্গে চলতে থাকে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জয়ীরা রাজ্য এবং জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে জানান উদ্যোক্তারা। দুর্গাপুরের বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। জয়ীদের নানান পুরস্কারে ভূষিত করা হবে। খুদেদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। ক্লাবের প্রশিক্ষক বাসুদেব মুখোপাধ্যায় বলেন, “এই প্রতিযোগিতায় আমাজন ক্লাবের সদস্যরা অংশ নিতে পেরেছিল। যারা জয়লাভ করবে তারা রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এরকম প্রতিযোগিতা মাঝেমধ্যেই হয়ে থাকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।