দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ আগস্ট ২০২৩: বৃহস্পতিবার মালয়েশিয়ায় (Malaysia) কুয়ালা লামপুরের (Kuala Lampur) আকাশে ওড়ার সময় আচমকা একটি বিমান ব্যস্ত রাস্তার উপরে ভেঙে পড়ে। বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ছয় যাত্রীর মধ্যে ছিলেন মালয়েশিয়ার সাংসদ জোহারি হারুন। এছাড়াও দুই পাইলট ছিলেন। বিমানের যাত্রী, পাইলট ছাড়াও রাস্তার এক গাড়ি ও এক বাইক চালকেরও মৃত্যু হয়েছে।
⚡️In Malaysia, at least 10 people were killed when a plane crashed on a highway — TASS pic.twitter.com/9smaKfFpuV
— War Monitor (@WarMonitors) August 17, 2023
জানা গিয়েছে, বিমানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে সোজা নিচের দিকে নামতে থাকে। এরপর রাস্তায় একটি বাইক ও গাড়ির উপরে ভেঙে পড়ে। আগুন ধরে যায়। দমকল এসে আগুন নেভায়। তবে ততক্ষণে আর কেউ বেঁচে নেই। বিমানটি থেকে কোনও বিপদের সংকেত মেলেনি। বিমানের ব্ল্যাকবক্স খুঁজে বের করে দুর্ঘটনার কারণ জানতে চাইছেন তদন্তকারীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।