দেশের প্রথম 3D প্রিন্টেড ডাকঘর তৈরি হল বেঙ্গালুরুতে

দেশের প্রথম 3D প্রিন্টেড ডাকঘর তৈরি হল বেঙ্গালুরুতে
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ আগস্ট ২০২৩: দেশের প্রথম 3D প্রিন্টেড ডাকঘর (3D-printed post office) তৈরি হল বেঙ্গালুরুর ক্যামব্রিজ লেআউট এলাকায়। শুক্রবার ডাকঘরটির উদ্বোধন হয়। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, বেঙ্গালুরুর ক্যামব্রিজ লেআউট এলাকায় দেশের প্রথম 3D প্রিন্টেড ডাকঘর তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এটাই দেশের অগ্রগতির প্রমাণ।

নির্ধারিত সময়ের ৪৩দিন আগেই নির্মাণ কাজ শেষ হয়েছে। আইআইটি মাদ্রাজের সহযোগিতায় 3D কংক্রিট প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে ডাকঘরটি নির্মাণ করেছে লারসন অ্যান্ড টুব্রো সংস্থা। প্রায় ১ হাজার বর্গফুট জুড়ে তৈরি করা হয়েছে এই ডাকঘরটিকে। বিশাল বিশাল রোবোটিক প্রিন্টারে কংক্রিটের মশলা ঢালা হয়। এরপর কম্পিউটারে তৈরি করা মডেল অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিজাইন অনুযায়ী তৈরি করা হয় ভবনটিকে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!