দুর্গাপুর: দুর্গাপুর সঙ্গীতম এর ৫৬ তম শারদোৎসব পালিত হল সাড়ম্বরে। ৫ অক্টোবর সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার এর প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার অধ্যক্ষ বিমল মিত্র, রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সমাজসেবী সুদেব রায়, প্রদীপ ঘোষ প্রমুখ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর গান পরিবেশিত হয়। বিভিন্ন রাগ রাগিনী আশ্রিত খেয়াল, ঠুংরি, দুর্গা বন্দনা, আগমনী প্রভৃতি আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অদিতি মুখোপাধ্যায়, বিশ্বায়ন রায়, অপরূপা মন্ডল, রৌহিন রায়, সুপ্রভা রায়, মহুয়া চট্টোপাধ্যায়, সৃজা সিনহা প্রমুখ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এছাড়াও সম্মেলক সঙ্গীত এবং সঙ্গীতালেখ্য মহিষাসুরমর্দিনী পরিবেশিত হয়। সঙ্গীতালেখ্য পরিচালনায় ছিলেন মধুমিতা মিত্র ও ড. সত্যম কুন্ডু। তাঁরা ছাড়াও অংশ নেন মলি দাশগুপ্ত এবং কঙ্কিতা ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার অধ্যক্ষ বিমল মিত্র। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন নির্মল চক্রবর্তী, দেবাশীষ চট্টোপাধ্যায়, বিথিন রায়, সুব্রত বিশ্বাস, বিশ্বায়ন রায়, সোহম কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রূপা মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।