দুর্গাপুর: সকাল থেকে রাত পর্যন্ত ১০-১২ ঘন্টা ধরে লাইন দিয়েও মিলছে না পরিষেবা! গভীর রাতে ক্ষোভে ফেটে পড়লেন সবাই। দুর্গাপুরের সিটি সেন্টারের জমি রেজিস্ট্রি অফিসের ঘটনা। অভিযোগ, দালাল চক্র দাপিয়ে বেড়াচ্ছে এই অফিসে। ফলে এক এক জন অর্থের বিনিয়য়ে বহু দলিল রেজিস্ট্রি করিয়ে নিচ্ছেন। অনেক পরে এসেও কাজ মিটিয়ে বাড়ি চলে যাচ্ছেন। অথচ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও তাঁদের নাম আর আসছে না।
দুর্গাপুর, লাউদোহা, কাঁকসা, নিউটাউনশিপ, ও কোকওভেন থানা এলাকার যাবতীয় রেজিস্ট্রি কাজ হয় সিটি সেন্টারের এডিএসআর অফিসে। ফলে প্রতিদিনই ভোর থেকে লম্বা লাইন পড়ে এই অফিসে। রাত পর্যন্ত কাজ হয়। কিন্তু দালাল চক্রের দাপাদাপিতে দুর্ভোগ ও হয়রানি কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। অক্ষয় কুন্ডু নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রাত হয়ে গেল। প্রায় ১২ ঘন্টা পেরিয়ে গেল।এখনও কাজ হয়নি। অথচ অনেকে পড়ে এসেও কাজ সেরে বাড়ি চলে গেল। টাকা নিয়ে সেটিং করে কাজ হচ্ছে এখানে। যারা টাকা দিতে পারছেন না তাঁদের নাম আর আসছেই না।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেখানে উপস্থিত এক মহিলা জানান, সকাল ৭টায় বাড়ি থেকে বেরিয়ে এই অফিসে এসেছেন সকাল ১০টার সময়। রাত ১০ টার পরেও তাঁকে বলা হচ্ছে আরও ৭-৮ জনের পরে তাঁর নাম আসবে। আর এক মহিলা জানান, শৌচাগারের ব্যবস্থা নেই। খাওয়ার জল নেই। বাইরে দোকান-পাট বন্ধ হয়ে গিয়েছে। খিদে পেলেও কিছু করার নেই। দুর্গাপুরের এডিএসআর শান্তনু পাল দাবি করেন, তাঁদের তরফে কোনও গাফিলতি নেই। রাত ১২টা পর্যন্ত কাজ হয়। তিনি বলেন, অনেক বড় এলাকায়। তাই বহু মানুষ আসেন পরিষেবা নিতে। সেই জন্যই এই সমস্যা। আমরা সবাইকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। যদি অন্তত কাঁকসা থানা এলাকার জন্যও আলাদা অফিস করা হয়, তাহলে সমস্যা মেটে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।