দুর্গাপুর, ১৯ এপ্রিল ২০২৪: দুর্গাপুর মহিলা কলেজের উল্টো দিকের জঙ্গল থেকে উদ্ধার হল মৃতদেহ। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাপুর থানার পুলিশ।
এদিন মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের জঙ্গলে গরু চড়াতে আসে রাখাল ছেলেরা। তারা পচা দুর্গন্ধ পেয়ে জঙ্গলের ভিতরে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পায়। তারাই স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাসিন্দা অতুল বাগদী বলেন, বিষয়টি নজরে আসতেই আমরা পুলিশে খবর দিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। তারা পচা গলা দেহ উদ্ধার করেছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।