সর্পদেবীর পাকাপোক্ত মন্দির নির্মাণ করতে পেরে খুশী বিষ্ণুপুরবাসী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: শনিবার সন্ধ্যায় কাঁকসার বিষ্ণুপুরের গরাই পরিবারের মনসা মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল। এক সময় এই গ্রামের বাসিন্দাদের দিন কাটত বিষধর সাপের আতঙ্ক সঙ্গী করে। সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন অনেকে। অসহায় বিষ্ণুপুরবাসী শরণ নেন সর্পদেবী’র।কথিত আছে, বাংলা ১৩৯৩ বঙ্গাব্দের ২ ভাদ্র গ্রামের বাসিন্দারা দেখেন, গরাই পরিবারের অন্দরে ফণা তুলে সারারাত ক্লান্তিহীন প্রহরায় রয়েছেন নাগরাজ। ভোরের আলো ফুটতেই মাথা নামিয়ে নীরবে সরে গেলেন তিনি। গ্রামবাসীদের বিশ্বাস, স্বয়ং সর্পদেবী আবির্ভূত হয়ে মানুষকে অভয় দিয়ে গেলেন। কালবিলম্ব না করে, সেই স্থানেই তাঁরা গড়ে তুললেন সর্পদেবীর মন্দির।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

মন্দির নির্মাণের কাজ শুরু করেন বঙ্কুবিহারী গড়াইয়ের বংশধর বৈদ্যনাথ গরাই। সাহায্যের হাত বাড়িয়ে দেন গরাই পরিবারের বাকি সদস্যরা। ইঁট, কাদার উপর সিমেন্টের প্রলেপ দেওয়া মন্দির বহু বছর পরে গড়াই পরিবারের প্রবীণ সদস্য নন্দ দুলাল গড়াইয়ের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় সেজে উঠেছে পাকাপোক্ত সর্পদেবীর মন্দিরে। এদিন সন্ধ্যায় সেই মন্দিরের দ্বার খুলে দিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

সর্পদেবীর পাকাপোক্ত মন্দির নির্মাণ করতে পেরে খুশী বিষ্ণুপুরবাসী
সর্পদেবীর পাকাপোক্ত মন্দির নির্মাণ করতে পেরে খুশী বিষ্ণুপুরবাসী
এই গ্রামের বাসিন্দাদের দিন কাটত বিষধর সাপের আতঙ্ক সঙ্গী করে। সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন অনেকে। অসহায় বিষ্ণুপুরবাসী শরণ নেন সর্পদেবী'র।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!