দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ আগস্ট ২০২৩: বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। বিক্রমের পেট থেকে রোভার প্রজ্ঞান বের হয়ে গুটি গুটি পায়ে চাঁদে হেঁটে বেড়াচ্ছে। ইসরো (ISRO) এক্স প্ল্যাটফর্মে সেই ভিডিও পোস্ট করেছে। আপাতত ১৪ দিন চাঁদে কাজ চালাবে রোভার প্রজ্ঞান। প্রতি সেকেন্ডে এক সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে প্রজ্ঞান। দেখুন সেই ভিডিও।
Chandrayaan-3 Mission:
🔍What's new here?Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole 🌗! pic.twitter.com/1g5gQsgrjM
— ISRO (@isro) August 26, 2023
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now