
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৩: বিক্রম চাঁদে সফট ল্যান্ডিং করার সময় ধুলোয় ঢেকে গিয়েছিল আশপাশ। কয়েক ঘন্টা পরে সেই ধুলোর ঝড় থিতিয়ে গেলে বিক্রমের পেট থেকে বাইরে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। ইসরো সেই গায়ে কাটা দেওয়া ভিডিও প্রকাশ করেছে। নিচের দ্বিতীয় লিংকে ক্লিক করে সরাসরি গিয়ে দেখুন সেই ভিডিও।
… … and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
WhatsApp Group
Join Now