দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে Dr. B. C. Roy Engineering College-এ Google I/O-2023 আয়োজিত হল। উদ্যোক্তা, কলেজেরই Computer Science Student Society। কলেজের পড়ুয়াদের জন্য কলেজের পড়ুয়াদেরই আয়োজিত এমন এক চিত্তাকর্ষক আয়োজনে মুগ্ধ কলেজ কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, Google Developer Groups Durgapur এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সফটওয়ার ইঞ্জিনিয়ার দেবজিৎ মল্লিক তাঁর বক্তব্যে Web Technology বিভাগের সর্বশেষ অগ্রগতির ছবি তুলে ধরেন। অন্যদিকে, সুগত বাগচি Web development এর সাধারণ বিষয়ে বক্তব্য রাখেন। Generative AI with Google Cloud Vertex AI বিষয়ে বক্তব্য তুলে ধরেন শুভায়ু মজুমদার। Tech Talks, quiz এ অংশ নেয় বহু পড়ুয়া। বিজয়ীদের পুরস্কার স্বরূপ বিশেষ T-shirt সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। সব শেষে Google এর তরফে দেওয়া খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় অংশগ্রহণকারীদের হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now