স্বস্তির শ্বাস ফেললেন তাঁর ২১২ মিলিয়ান ফলোয়ার। তবে এমন স্টান্ট যেন কেউ না দেখান, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।
—————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ নভেম্বর ২০২৩: সাতদিন ধরে মাটির নিচে কফিনে ছিলেন আমেরিকার জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’। এরপর উঠে এলেন তিনি। স্বস্তির শ্বাস ফেললেন তাঁর ২১২ মিলিয়ান ফলোয়ার। তবে এমন স্টান্ট যেন কেউ না দেখান, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। কারণ, সাতদিন ধরে মাটির নিচে থাকায় তিনি মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। জানা গিয়েছে, কফিনের ভিতরের ঘরটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। ভিতরে শুকনো খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন তিনি। কফিনে ক্যামেরা ছিল। ছিল ওয়াকিটকি যা দিয়ে তিনি যোগাযোগ রাখছিলেন উদ্ধারকারী দলের সঙ্গে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।