গভীর রাতে ভয়াবহ চুরি পানাগড়়ের স্কুলে, সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা
দুর্গাপুর: শুক্রবার গভীর রাতে কাঁকসার পানাগড় বাজার হাইস্কুলের জানলা কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, নথিপত্র নিয়ে চম্পট দেয়। প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালায় তারা। শনিবার স্কুল খুলতেই বিষয়টি জানাজানি হয়। কাঁকসা থানা থেকে কিছুটা দূরে স্কুলে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্কুলের শিক্ষিকা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, ভর্তি ফি রাখা ছিল আলমারিতে। সেই টাকা চুরি হয়েছে। স্কুল ফান্ডেরও কিছু টাকা চুরি গিয়েছে। ফাইনাল পরীক্ষা চলছে। প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। কিন্তু সেগুলো চুরি করেনি। এই ঘটনার জন্য আপাতত স্কুলের পরীক্ষা বন্ধ আছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
