মহাকালী হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু
দুর্গাপুর দর্পণ, বুদবুদ: হঠাৎ খিচুনি, তীব্র পেটব্যথা, লাগাতার বমি ও পায়খানার জেরে মাত্র ১৪ বছরের কিশোর মিলন দত্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মিলন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের সুকান্তনগরের দত্ত পরিবারের সদস্য এবং মহাকালী হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। নিজের চঞ্চল স্বভাব আর মিষ্টি ব্যবহারে পাড়ার সকলের প্রিয় ছিল সে। তার এমন আকস্মিক চলে যাওয়া স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকা।
সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিলন, তার বোন, বাবা ও মা। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের মানকর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মিলনের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে মিলনের বাবা, মা ও বোনের অবস্থাও সংকটজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁদের স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মিলনের মৃত্যু ও গোটা পরিবারের এমন আকস্মিক অসুস্থতায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুকান্তনগর এলাকায়। এলাকাবাসীদের একটাই কথা—“এত ছোট ছেলেটা এমনভাবে চলে গেল, মানতে পারছি না।” স্থানীয়দের প্রশ্ন, ঠিক কীভাবে এমন মারাত্মক অসুস্থ হয়ে পড়ল পুরো পরিবার? খাবারদাবার নাকি পানীয় জলে কোনো সমস্যা ঘটেছিল? নাকি অন্য কোনো কারণ রয়েছে?—এমন হঠাৎ কেন হল? প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার তদন্তের দাবি তুলেছেন অনেকেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


